Store Locator

page-header

NEWS

সেন্টমার্টিনে হলো প্রাণ-আরএফএল গ্রুপের চাকরিমেলা

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দিনব্যাপী সেন্টমার্টিনের হক বাড়ি রিসোর্টে এ মেলা অনুষ্ঠিত হয়। 

সেন্টমার্টিনের শতাধিক চাকরিপ্রত্যাশী মেলায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী অনেকেই চাকরি পেয়েছেন।


‘সেন্টমার্টিন: পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে দ্বীপের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এ চাকরিমেলা হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশে বেকার সমস্যা একটি অন্যতম সমস্যা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করতে বড় ভূমিকা পালন করছে প্রাণ-আরএফএল গ্রুপ। গতবছর প্রাণ-আরএফএল গ্রুপ সেন্টমার্টিন সুরক্ষার লক্ষ্যে ‘সেন্টমার্টিন: পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করে।


তিনি আরও বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দ্বীপের মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এ চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। সেন্টমার্টিনের মানুষের আয়ের প্রধান মাধ্যম হচ্ছে পর্যটন এবং মাছ শিকার। কিন্তু সারা বছর দ্বীপের মানুষ এ দুই পেশায় যুক্ত থাকতে পারে না, ফলে বছরের একটা সময় তারা কর্মহীন থাকেন। সেই কথা বিবেচনা করে আমাদের গ্রুপের পক্ষ থেকে এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং মাই সেন্টমার্টিনের সহযোগিতায় এবারের মেলায় ট্রেইনি এক্সিকিউটিভ স্টোর/ ডিস্ট্রিবিউশন, অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ), শোরুম সেলস এক্সিকিউটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ, ইলেকট্রিশিয়ান (মেকানিক, ওয়েল্ডার) ও সিকিউরিটি গার্ড পদে নিয়োগ দেওয়া হয়।

Store Location

Store location content
will go heres

Store Locator

Contact Us

Have any question? We are here to talk! 

Let us know your queries

Contact Us